নোয়াখালীতে দিন দিন করোনা রুগীর সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলছে।আজকে নোয়াখালীতে নতুন করে ১২ জন করোনা রোগী সনাক্ত।
কবিরহাট-০৮জন, বেগমগঞ্জ -০২ জন, সোনাইমুড়ি -০২জন। জেলায় মোট বর্তমান করোনা রোগীর আক্রান্ত সংখ্যা এখন -১৮৬জন , এ পর্যন্ত মারা গেছে -০৪ জন, যার মধ্যে মোট সুস্থ হয়েছে-১৮ জন।
গত ২৪ঘন্টায় স্যাম্পল প্রেরণ করা হয়-২৩০ জনের। এদের মধ্যে আজকের প্রাপ্ত ফলাফল-৭৬ জন। যার মধ্যে পজিটিভ -১২ জন। নেগেটিভ-৬৪ জন। এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ করা হয়-২৬২৭ জনের। প্রাপ্ত ফলাফল আসে -২০৯৪জনের। যার মধ্যে পজিটিভ আসে -১৮৬ জনের।আর নেগেটিভ আসে-১৯১০ জনের।
বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ১৬৫ জন কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ১৯ জন।