নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কুতুবপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে বরকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (৭ এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুবপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো.মাহফুজুর রহমান (৩২) সে একই উপজেলার হাজিপুর গ্রামের সেরাজুল হকের ছেলের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহফুজুর রহমানের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের ১১টি মামলা রয়েছে।
বিয়ের অনুষ্ঠানে বর মো. মাহফুজকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী বলেন, আসামি মাহফুজের বিয়ের খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারের জন্য বিকেলে থানা-পুলিশের একটি দল পাঠানো হয়। দলটি বিয়েবাড়িতে হাজির হওয়ার আগেই খবর পায় মাহফুজ খুন হয়েছেন। পরে হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি হারুন-উর-রশিদ চৌধুরী আরো বলেন, বেগমগঞ্জের দুটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী রয়েছে। একটি হলো সুমন বাহিনী, অপরটি সম্রাট বাহিনী। ‘সুমন বাহিনীর’ প্রধান সুমনের প্রধান সহযোগী ছিলেন মাহফুজ। কিছুদিন আগে খুন হওয়া সম্রাট বাহিনীর সদস্য হাছান হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন তিনি। দুই বাহিনীর বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।