আজ সন্ধ্যায় পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া বাজারে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেন।
আটককৃতরা হলেন উলানিয়া ১নং ওয়ার্ডের আব্দুর রব হাওলাদারের ছেলে মোঃ আতিকুর রহমান হেলাল(৪৬) এবং জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী নুপুর আক্তার (৩০)। তাদের কাছ থেকে ৩৮ পিচ ইয়াবা উদ্ধার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
আটককৃত আসমীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।