পুলিশই জনতা জনতা পুলিশ,পটুয়াখালী জেলা পুলিশ বাহিনীতে এই প্রথমবারের মতো একটি এ্যাম্বুলেন্স যোগ হলো এবং ২ টি ডাবল কেবিনের পিকআপ হস্তান্তর করা হয়েছে।
২৩মার্চ সোমবার দুপুরে দিকে পটুয়াখালী পুলিশ লাইনে,পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান গাড়ি গুলো হস্তান্তর করেন।
জানাগেছে, ডাবল কেবিনের একটি পিকআপ পটুয়াখালী সদর থানায় বাকি ডাবল কেবিনের পিকাপটি বাউফল থানার সার্কেল ও জেলায় অসুস্থ পুলিশ সদস্যদের দ্রুত সেবা দিতে এ্যাম্বুলেন্স দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, পুলিশের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, এই এম্বুলেন্সের মাধ্যমে দ্রুত জনগণের সেবা ও মান আরও বৃদ্ধি করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।