কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির উদ্যোগে মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতির দাবিতে আজ ২য় দিনেও কর্মবিরতি পালন করছে করছে সরকারী কর্মচারীরা।
সকাল ৯ টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা টা পর্যন্ত প্রতিটি সরকারী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি কর্মসূচী পালন করে। সরকারী দপ্তর গুলোতে হঠাৎ এই কর্মবিরতির ফলে জেলার বিভিন্ন জাযগা থেকে আসা সাধারন মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
রংপুর জেলা প্রশাসন চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।উ ক্ত অনুষ্ঠানে ( বাকাসস) রংপুর জেলা শাখার সকল কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।