ঢাকা সোহরাওয়ারদী হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা সনাক্ত হওয়া সোনিয়া (২৮) ও তার স্বামী মালেক সর্দারকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে বৃহস্পতিবার (৯ই এপ্রিল) সকালে ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরন করেছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ।
এর আগে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির সোনিয়া আক্তার করোনা শনাক্ত হলে ঢাকা সোহরাওয়ারদী হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় সে পালিয়ে তার স্বামীর বাড়ী চলে আসে।
গত বুধবার ভোরে রাজবাড়ী সদর থানা পুলিশের সহযোগীতায় রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্বামী সহ রাখা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, করোনা শনাক্ত হওয়া সোনিয়া আক্তার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে পালিয়ে এসে তার স্বামী মালেক সর্দারের সংস্পর্শে থাকায় তার স্বামী সহ সোনিয়াকে গত বুধবার ভোরে আমরা পুলিশের সহযোগীতায় রাজবাড়ী সদর হাস্পাতালের আইসোলেশনের সেন্টারে রাখি। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বামী স্ত্রী উভয়কেই সদর হাসপাতালের একটি এম্বুলেঞ্চে করে ঢাকা কুয়েত মৈত্রী হাস্পাতালে পাঠানো হয়।