পিরোজপুর জেলার কভিড-১৯ এর নমুনা পরীক্ষার অপেক্ষমান রিপোর্ট এর মধ্যে আজ ৫৪টি রিপোর্ট (ফলাফল) পাওয়া যায়, যার মধ্যে ৪৮ টি রিপোর্ট-ই নেগেটিভ আসে । তবে দুর্ভাগ্যজনকভাবে ৬ টি রিপোর্ট পজেটিভ আসে।
যার মধ্যে (ভান্ডারিয়ার ইকরি- ০৩ জন এবং পিরোজপুর সদর শারিকতলা ইউনিয়নে – ০৩জন), জেলা সিভিল সার্জন কার্য্যালয় থেকে পাওয়া তথ্যমতে পিরোজপুর জেলায় এপর্যন্ত মোট সন্দেহ জনক স্যাম্পল প্রেরন করা হয় ৪১৭টি, যার মধ্যে নেগেটিভ রিপোর্ট পাওয়া যায় ৩২৮ টি।
পজিটিভ রিপোর্ট আসে ১৭ টি অর্থাৎ কভিড১৯ রোগী শনাক্ত করা হয় ১৭ জন, এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন এবং এখনো অপেক্ষমান রয়েছে ৮৩টি রিপোর্ট।