পিরোজপুরে নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬২।
নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে দুই জন, নাজিরপুর উপজেলায় ৪ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ৩ জন।
পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা ভিত্তিক আক্রান্ত হলো- পিরোজপুর সদর উপজেলায় ১৫ জন, ভান্ডারিয়া উপজেলায় ১২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৩ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন এবং নাজিরপুর উপজেলায় ৭ জন।