মৌলভীবাজার প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বাড়ির পিছনের পুকুর থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ই মার্চ বৃহস্পতিবার রাত ১১ টার শহরের দর্জির মহল এলাকার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানাযায়,সুন্দর আলী নামে এক পাহাড়াদার বাড়ির পিছনের পুকুরে লাশটি পড়ে থাকতে দেখে বাড়ির মালিকদের খবর দেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে,মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।