মানিকগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য ইঞ্জি: সালাম চৌধুরী। প্রধান নির্বাহী এডভান্স এটেয়ার লিমিটেড।
সোমবার(৩০ মার্চ) দুপুরে জেলা পুলিশের জন্য ৫০ টি পিপিই পুলিশ সুপার রিফাত রহমান শামীমের হাতে এবং সাংবাদিকদের জন্য ২৫ টি পিপিই জেলা প্রেসক্লাবে সভাপতি গোলাম ছানুযার ছানুর হাতে প্রদান করা হয়।
ইঞ্জি সালাম চৌধুরী বলেন,করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দাযবদ্ধতা থেকেই তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে এই সামগ্রী বিতরণ করছেন।তিনি আরো বলেন, আগামী দু একদিনের মধ্যেই মানিকগঞ্জ সদর, সিংগাইর,হরিরামপুর, ঘিওর, শিবালয় থানা ও উপজেলা পরিষদে পিপিই দেওয়া হবে।
ইঞ্জি সালাম চৌধুরীর সহধর্মীনী এডভান্স এটেয়ার লিমিটেডের চেয়ারম্যান সারোয়াত চৌধুরী ডোরা জানান, হরিরামপুর এলাকার লকডাউন হওয়া গ্রামটির শত মানুষের জন্য হরিরামপুর থানা পুলিশের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।