যশোরের চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এক শিশু প্রতিবন্ধীকে হুয়াল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চৌগাছা প্রেসক্লাবের হল রুমে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (১২) শারীরীক প্রতিবন্ধী। কিন্তু একটি হুইল চেয়ারের অভাবে সে স্কুলে যেতে এমনকি চলাচল করতে পারেনা। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের নজরে আসে। গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম নিজের অর্থায়নে একটি হুইল চেয়ার ক্রয় করেন।
বৃহস্পতিবার বিকালে চৌগাছা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতে শিশু প্রতিবন্ধী ইয়াসিন আরাফাতকে হুইল চেয়ার প্রদান করা হয়। আকরামুলের পক্ষে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, চৌগাছা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, যুগ্ন আহবায়ক জিহাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাগর কুমার, শাকিল হোসেন, সাগর হোসেন, তুহিন, সজীব, মিঠুন বিশ্বাস প্রমুখ।