কি ঝড় কি বৃষ্টি সব কিছু কে অপেক্ষা না করে বিগত কয়েক বছর ধরে সামাজিক সেবা মূলক কার্যক্রম করে আসতেছে।
তেমনি আজ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করলো সেবক বন্ধু স্বেচ্ছাসেবি সংগঠন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন (সভাপতি, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন), অতিথি: মোঃআব্দুস সালাম, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, নুরুজ্জামান আহমেদ, জহুরুল ইসলাম ও মোঃ মশিউর রহমান ইসাদ (সভাপতি, সেবক বন্ধু, রংপুর), মিথুন (সাধারন সম্পাদক), কবির (সহ-সভাপতি),মাহাদি (ধর্ম সম্পাদক), কবির (ক্রীড়া সম্পাদক, ফারুক (প্রচার সম্পাদক), রাইম (সাংগঠনিক সম্পাদক), আকিফুল অর্থ সম্পাদক,রিশাদ,রিয়াদ,নাঈম,ফজলু এছাড়াও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।