পরিবেশ বাদী সংগঠন পরিবেশ ক্লাব বাংলাদেশ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারি শুক্রবার ছিল সংগঠনটির সফল এক বছরের পূর্ণ কাল । এ দিন সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ এর বিপরীত পাশে ব্রক্ষপুত্র নদ এর তীরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় ।
সংগঠনের বিগত এক বছরের কর্মসূচির আলোকে “সবুজ বাংলা” স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বারক একটি বই এর মোড়ক উন্মোচন করা হয় । পরিবেশ বাদী মানুষের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভার সভাপতিত্ব করেন পরিবেশ ক্লাব বাংলাদেশ এর মেন্টর প্রফেসর মোহাম্মদ ফখরুল ইসলাম ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ ক্লাবের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ,আনন্দ মোহন কলেজ পরিবেশ ক্লাব শাখার উপদেষ্টা মোঃ এনামুল হক তালুকদার,পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপ পরিচালক মিহির লার সরকার, সময় টিভির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ ছাড়াও অনেকে । আলোচকবৃন্দ বিপন্ন হতে শুরু করা পৃথিবীর স্বাভাবিক অবস্থা টিকিয়ে রাখতে সরকারের পদক্ষেপ সমূহ সফল করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে আহ্বান জানান । গ্রীন হাউজ গ্যাসের ক্ষতিকারক প্রভাব হতে পৃথিবীকে রক্ষা করতে ছাত্রদের নতুন নতুন চিন্তা কর্ম বের করতে বলেন ।
তার আগে ময়মনসিংহের প্রতিত যশা বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ থেকে শুরু করা সচেতনতা মূলক র্যালী জয়নুল আবেদিন পার্কে এসে শেষ হয় এবং টাউন হাল প্রাঙ্গনে মাস্ক বিতরন করে পরিবেশ বন্ধুরা ।
উল্লেখ্য,পরিবেশ ক্লাব বাংলাদেশ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি পরিবেশ বাদী সংগঠন ।