ফুল পাবো কই, ফুল
পাবো কই!
ভাবনা মনে, হঠাৎ করে চোখ পড়ে যায়
পুষ্পাঙ্গনে!
ফুল ফুটেছে ঋতুরাজের
আগমনে,
শুঁকনো পাতা ঝরে গেছে
এমন ক্ষণে!
ফুল ফুটেছে শিমুল পলাশ
হরেক রকম,
মউ-লোভীরা ঠোকর মেরে
করছে জখম!
রক্ত রাঙা শিমুল দেখে
মনে পড়ে,
কেমন করে বুকের তাজা
রক্ত ঝরে!
ফুলের তোড়া বানিয়েছি
রাত্রি জেগে,
দেরি হলে বন্ধুরা সব
যাবে রেগে!
“আমার ভাইয়ের রক্তে রাঙা…”
গানটি গেয়ে!
ফুলে ফুলে শহিদ মিনার
দেবো ছেয়ে!
ভোরের পাখি গান ধরেছে
প্রভাতফেরির, সময় তো নয় ঘুমে থাকার
একটু দেরির!
শিশির ভেজা ঘাসের উপর
নগ্ন পায়ে, হাঁটতে হবে পুষ্প নিয়ে
হিমেল বায়ে!
ভাষা শহিদ সালাম জব্বার
বরকত রফিক,
নাম না জানা আরো
অনেক এবং শফিক!
তাঁদের বুকের রক্তে গড়া
শহিদ মিনার,
শহিদ মিনার আমার মনের
একটি কিনার!
শহিদ মিনার মাতৃভাষা
অর্জনের ফল,
ছেলে হারা বাংলা মায়ের
নয়নের জল!
শহিদ মিনার তুমি আমার
ভাইয়ের স্মৃতি,
তোমার জন্য প্রভাতফেরি,
অনেক প্রীতি!