বগুড়ার নন্দীগ্রামউপজেলার ৫ নম্বর ইউনিয়নের কুচমা গ্রামে আজ শুক্রবার এই ঘটনা ঘটে। ধান কাটা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে করিমের বাড়িতে এসে ভাঙচুর করে।
রেজাউলের ভাইয়ের ছেলে মোঃ মনির হোসেন,আবুল হোসেন, লতিফ ও লতিফের ছেলে শামীম এরা সবাই রেজাউলের বাড়িতে এসে আক্রমণ করে রেজাউলকে না পেয়ে তার মেয়ে মোসাম্মৎ রেশমা বিবি কে পায়। রেশমা বিবিকে তারা মারধর করে।
রেশমা বিবির স্বামী জানান, থানায় মামলা করা হবে এবং ক্ষতি যা হয়েছে তা ফিরে দেওয়ার দাবি করেন।
রেশমা বিবিকে নন্দীগ্রাম (বিজরুল)স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইকবাল হোসেন জানান রেশমা বিবির কয়েক জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে।