বগুড়ার নন্দীগ্রাম ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিজরুল গ্রামে সরকারি খাস জায়গা জবর দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠে। গ্রামের লোকজন এতে বাধা দিলে কাজ না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের জানায়, তারা আজ রবিবার নন্দীগ্রাম উপজেলার এসিল্যান্ড নুরুল ইসলামকে বিষয়টি জানান।
হায়দার মুন্সি জবর দখল করে বাড়ি নির্মাণের জন্য দেওয়াল তুলে সরকারি খাস জায়গায় । অবৈধভাবে জায়গা দখল করা আইননত বেআইনী বলে গ্রামবাসি প্রাশাসনকে অবহিত করে।
এসিল্যান্ড নুরুল ইসলাম পুলিশ ফোর্সসহ দুপুর ২ টায় উপস্থিত হয় ওই জায়গায়। তারপরে ভ্রাম্যমান আদালত বসে ১ হাজার টাকা জরিমানা করে হায়দার মুন্সিকে এবং তাকে সাতদিন সময় দেওয়া হয় দেওয়াল সরিয়ে নেওয়ার জন্য।
এছাড়াও সেখানে উপস্থিত থাকেন ৫নং ভাটগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ৪ নং ওর্য়াডের মেম্বার হাসেম আলী প্রামানিক।