বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় রড বোঝাই ট্রাক ও পাথর বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বগুড়া শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দিনাজপুরের কাঞ্চনডোবা এলাকার মৃত কায়মুদ্দিনের ছেলে কহিরুল ইসলাম (৩০), ধামরাইল ঢাকার আব্দুর রশিদের ছেলে বাহারম বাদশাহ (২৪) আর তিনজনের নাম পাওয়া যায়নি।
জানা যায়, ঢাকা থেকে রড ও সিমেন্ট নিয়ে ট্রাক মা বার দোয়া (ঢা-মে-ট-১৬-৪৫১১) বগুড়ায় যাওয়ার সময় শেরপুরের ঘোগাব্রীজ এলাকায় পৌছালে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক মেসার্স আসা পরিবহন ( ঢাকা-মেট্র-ট ১৬-৩৭৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাক ড্রাইভার আটকে পরে।
বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মোঃ রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।