বগুড়ায় নতুন করে আরও ৭ ব্যক্তর করোনা সনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাত ৯টার দিকে এ তথ্য দিয়ে বলেন, আক্রান্ত ৭জনের মধ্যে দুজন নিজ এলাকায় আক্রান্ত এবং বাকিরা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে এসেছে।
নতুন ৭জনকে নিয়ে বগুড়ায় মোট ৯৫ জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ জনের করোনা পজিটিভ অার বাকিগুলো নেগেটিভ আসে। আক্রান্তদের নমুনাগুলো ১৬ থেকে ১৭ মে সংগ্রহ করা হয়। আক্রান্তদের বয়স ১৯ থেকে ৪৬ বছরের মধ্যে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এতদিন করোনামুক্ত উপজেলা হিসেবে পরিচিত জেলার শেরপুরেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে । সোমবার সেখানকার এক বাসিন্দা আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার আরও ৪জনের শরীরে করোনারভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।
এর মধ্যে শেরপুর উপজেলা হাসপাতাল রোডের কৃষক এবং একটি ওষুধের দোকানের মালিক স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাকি দু’জনের একজন চান্দাইকোনার বগুড়া বাজারের এনজিও কর্মী রয়েছেন। তিনি ঢাকাফেরত। তবে অপর একজন আক্রান্ত ব্যক্তির সঠিক কারণ জানা যায়নি কিভাবে আক্রান্ত।
বগুড়া শহরের রহমাননগরের ঢাকাফেরত এক এসএসসি পরীক্ষার্থী এবং সদর উপজেলার গোকুল এলাকার চট্টগ্রামফেরত এক ফার্ণিচার দোকানের কর্মীও করোনা পজিটিভ হয়েছেন। আর শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে চাকরি করেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, আক্রান্তদের কারও কোন উপসর্গ নেই। তাই তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা দেওয়া হবে।