বগুড়ার গাবতলী উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মানিক (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাবতলী উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মানিক গাবতলী উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়ার চা বিক্রেতা আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান গত কয়েক দিন ধরে গাবতলীতে বিভিন্ন স্থানে লুডু খেলা নিয়ে বাজী (জুয়া) চলছিল। বুধবার সন্ধায় গাবতলী উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়ার রিপনের ছেলে নাহিদের সাথে বাজীতে লুডু খেলছিলেন নিহত মানিক। খেলার এক পর্যায়ে বাজী জেতার টাকা নিয়ে দু’জনের মধ্য কোন্দল সৃষ্টি হলে এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নাহিদ। এতে মারাত্বক ভাবে আহত হয় মানিক। পরে স্থানীয়রা মানিককে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করেন।
গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে লুডু খেলায় বাজীর টাকা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতে মানিক খুন হয়। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহত মানিকের বন্ধু নাহিদকে আটকের চেষ্টা চলছে।