জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাদ্রাসায় ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তালবাগ এলাকায় ইসলামী শিক্ষা সহায়ক সংস্থার আয়োজনে ইসলামী শিক্ষা একাডেমীর প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা সহায়ক সংস্থার মহাসচিব ও ইসলামী শিক্ষা একাডেমীর পরিচালক মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, আজ ইসলামী শিক্ষা সহায়ক সংস্থার পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হচ্ছে। বিশেষ করে অবহেলিত শিশুদের বই, শিক্ষা সামগ্রী এবং সহায়তা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। তার আহ্বানে দেশের সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি সব সময় দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তানের কারাগারে থেকেও বাংলাদেশের স্বাধীনতার জন্য আপস করেননি। দেশের মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে।
এসময় তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি সম্মান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সভাপতি মোঃ খবির উদ্দিন প্রমুখ।