ঘটনাটি ও আক্রমণের স্থান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের মধুটিলা ইকুপার্কের ভিতরে ঘটে আজ সকালে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়,পূর্বসমশ্চুড়া গ্রামের দিনমজুরের স্ত্রী আমেনা বেগম(৪৫),তার ছেলে রিয়াজ(১৩) ও নাতিন মধুটিলা পার্কের ভিতরে খড়ি (লাকড়ি) কাটার জন্য যায়।মহিলাটি ওয়াচ-টাওয়ার আশপাশে খড়িঁ (লাকড়ি) কাটছিল।
এমন সময় অতর্কিত ভাবে বন্যপ্রাণীর (শুকর) হামলায় শিকার ঐ মহিলাটি। মহিলার মুখে, পিঠে,শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাত করে এবং হাত,পা ও পেটে সহ শরীরের বিভিন্ন জায়গায়র মাংস ছিড়ে ফেলে। ছেলে মাকে বাচাঁতে গেলে ছেলেকেও আঘাত করে, শরীরের বিভিন্ন জায়গায়, বন্যপ্রাণী শুকড় কামড়ে মাংস ছিড়ে ফেলে,আর এসব দেখে ছোট্ট নাতিন লোকজন কে খবর দেয়,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারাক্তক অবস্থায় উদ্ধার করে, এলাকাবাসী ও সরকারি বনপ্রহরীরা।
স্থানীয় শহিদুল, রহিম মিয়া জানায়, মহিলার অবস্থা খুবই আশংকাজনক। কেননা পেটের বেশিরভাগ অংশ ছিড়ে ফেলেছে ইতরপ্রানীটি।
এদিকে আরেক জন জানায়, লক্ষীকুড়া গ্রামের ছুরহাবের স্ত্রী আজ সকালে শুকরের আঘাতে আহত হয়েছে এবং বর্তমানে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।