বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে কর্মরত একজন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,ওই নার্স হাসপাতালের আইসোলশনের ওর্য়াডের দায়িত্ব এবং করোনা ভাইরাসে সংক্রমিত নিশ্চিত হওয়ার পর্যন্ত দায়িত্বপালন অবস্থায় ছিলেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে এ নিয়ে ৪০ জন।
এদের মধ্যে মৃত্যুবরন করছে দুইজন আর ২৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন হুমায়ন খান শাহিন বলেন, ইতোমধ্যেই আমরা ওই নার্সকে আইসোলেশনে নিয়েছি। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি।