সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করায় সবকিছু লকডাউন থাকায় বরগুনার বামনায় ক্ষুদ্র চায়ের দোকানিদের মাঝে নৌবাহিনীর তত্বাবধায়নে খাদ্য সামগ্রী বিতরণ করে বামনা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে ১২৫ জন চা -দোকানিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন সুলতানা, বামনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কন্টিনেজ কমান্ডার লেফটেনেন্ট মো. অারাফাতুল আরিফিন, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাসুদুজ্জামান, চার নং ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দোকানিদের বলেন,এই সামান্য খাদ্য সামগ্রী আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং আপনাদের সবাইকে বাসায় থাকতে বলেছে এবং আপনাদের সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অনুরোধ করেছে। আপনা সবাই নিজেদের বাসায় থাকবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপনারা কেউ দোকান খুলবেন না