বরগুনায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দুইজন।
আজ দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন এরা হল- ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের মো. সেলিম মিয়া(৬২) এবং কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের হিরণ(৩৪)।
বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে,করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৯/৪/২০২০ তারিখ ভর্তি হন।তারপর তাদের দুইজনের দুই-দুইবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইসিডিআর এ পাঠানো হলে দুইজনের রিপোর্ট নেগেটিভ আসে।নেগেটিভ রিপোর্ট আসার পরেই দুইজনকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য করোনারোগীরাও।
বরগুনার সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত ওই দুইজনের মধ্য
একজন তাবলিগ থেকে ফিরে আসছে অপরজন নারায়ণগঞ্জের কাচপুর থেকে আসছে।১১এপ্রিল তাদের দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।
আজকে তাদের দুইজনের নমুনা নেগেটিভ আসার কারণে ছাড়পত্র দিয়ে হাসপাতালের নিজস্ব পরিবহন এ বাড়িতে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে।