বরগুনায় বজ্রপাতে প্রিন্স (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধার পড়ে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণ গোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিন্স ওই গ্রামের নান্না মিয়ার ছেলে। নিহত প্রিন্স বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের পড়ে আবহাওয়া খারাপ দেখা দিলে তার বাবা নান্না মিয়ার সাথে মাঠে গরু আনতে যায়।
এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে প্রিন্স আহত হয়। তার বাবা দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে বিকালে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে জনাজা শেষে মৃত প্রিন্সকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। প্রিন্সের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।