বরিশালে বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে বিভাগে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে দুজনের বাড়ি বরিশাল, তিনজনের বাড়ি পিরোজপুর এবং একজনের বাড়ি বরগুনায়। এছাড়া মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশালের মুলাদী উপজেলার একজন, পটুয়াখালীর দুমকি উপজেলার একজন এবং বরগুনার আমতলী উপেজলার একজন রয়েছেন।
জানা গেছে, গত ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত এক সপ্তাহে ২৩ জন আক্রান্ত হন। এর মধ্যে বরিশাল জেলায় ৯ জন, বরগুনায় ৪ জন, ঝালকাঠি জেলায় ৩ জন, পিরোজপুরে ৫ জন এবং পটুয়াখালী জেলায় ২ জন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও একজন ব্যাংক কর্মচারী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারায়ণগঞ্জ ও সাভারের পোশাক কারাখানার শ্রমিক। তিনজন ঢাকা ভ্রমণ করেছিলেন। বাকিরা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী।