করোনা বিপর্যয়ে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ‘ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র উদ্যোগে করোনা ভাইরাস (COVID 19) এর মহামারী বিপর্যয়ের কারণে, অসহায় গরিব ও শ্রমজীবী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যথা চাল, ডাল, পেয়াজ, আলু, লবণ, তেল বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে।
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন আমরা হয়তো সবার পাশে দাড়াতে পারবোনা কিন্তু আমরা সবাই মিলে অনেক মানুষের পাশে দাড়াতে পারবো।
বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে খাদ্যদ্রব্য বিতরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। খাদ্যদ্রব্য আজ থেকে বিতরণ করা হবে এবং এই কর্মসূচি ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন আন্দালিব রহমান পার্থ’র রাজনৈতিক ব্যাক্তিগত সহকারী জনাব জুয়েল আসিফ।