তুমি শেখ মুজিব
সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বীর
জনতার মুক্তিতে হয়েছো অধীর।
তুমি শেখ মুজিব
বাংলার হাসি বাংলার সুখ।
তোমার আগমনে ঘুচেছে জাতির
পরাধীনতার দুখ।
তুমি শেখ মুজিব
মুক্তিযুদ্ধের ইতিহাস গড়া
বাংলার বাঘ।
অবাক করেছ বিশ্বকে
করেছ হতবাক।
তুমি শেখ মুজিব
বজ্রকন্ঠে দিয়েছো ভাষণ।
ঘুচিয়েছ জনতার হাহাকার,
সুনিপুন হাতে এদেশ করেছ শাসন।
তুমি শেখ মুজিব
তোমার কণ্ঠস্বরে
বাংলার মাটি কেঁপেছে থরে থরে।
কেঁপেছে রাজাকার-আলবদর
ইয়াহিয়া কেঁপেছে তোমার হুংকারে।
তুমি শেখ মুজিব
তোমার ডাকে সাড়া দিয়েছে,
লক্ষ লক্ষ সংগ্রামী জনতা।
বুকের রক্তে রঞ্জিত করেছে রাজপথ,
রক্ষা করেছে বাংলার স্বাধীনতা।