মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এ্যানিম্যাল হাজবেন্ড্রি ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শেখ ইনজামাম-উল হক রাসেল নিহত হয়েছে ( ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)।
সে রাজিব পরিবহনে খুলনা টু বরিশাল গামী বাসে নিজ বাসা থেকে ক্যাম্পাসে আসার পথে শনিবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে রাসেলের মৃত্যু ঘটে।
রাসেল পবিপ্রবি’র এনিমেল হাজবেন্ড্রি লেভেল:৪, সেমিস্টার :১ এর মেধাবী ছাত্র ছিলেন।
উক্ত বাসে এনিমেল হাজবেন্ড্রি দ্বিতীয় বর্ষের অমিত মন্ডল নামে এক শিক্ষার্থী ছিলেন। সে এখন গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।
অন্য দিকে রাসেলের মৃত্যুর খবর পেয়ে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, সিনিয়র, জুনিয়ার সহ শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন।