নওগাঁয় রাণীনগরে ঈদ বোনাসের টাকা দিয়ে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন উপজেলার একডালা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাফিজুল ইসলাম।
করোনা মহামারীতে এলাকার কর্মহীন হয়েপরা দুঃস্থ, অসচ্ছল, ৮০ জনের মধ্যে তিনি এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, প্রতি বছর ঈদ বোনাসের টাকা দিয়ে পরিবারের সবার ঈদের পোষাক থেকে শুরু করে বিভিন্ন ঈদ কেন্দ্রীক চাহিদা পুরণ করা হয়।
কিন্তু এবারে চিত্র ভিন্ন, সারাদেশে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরে শ্রমজীবি খেটে খাওয়া মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সেই অসহায়দের কথা ভেবে নিজের ও পরবিার পরিজনদের পোষাক বা ঈদ কেনা কাটা না করে একডালা ইউনিয়ন ও আশে পাশের কয়েকটি গ্রামের দুঃস্থ, কর্মহীন ৮০ জনের মাঝে ঈদসামগ্রী বিতরণ করছি। আমার সাধ্যমতো তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত।