মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি, ব্যবসায়ি নরুল আবছারের ব্যক্তি উদ্যোগে চলমান করোনা সংকটে ১৯২ জন নারী পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গী বিতরণ করেছেন।
রবিবার (২৪ মে ) সকাল ৮ঃ৩০মিঃ নুরুল আবছারের নিজ ভিটের আঙ্গিনায় বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, কালারমারছড়া ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি,সোনা মিঞা,সাংবাদিক আবু বক্কর সিদ্দিক,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনু আহমদ,মোঃ হান্নান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
নুরুল আবছার বলেন, বর্তমান করোনা সংকটে বিত্তবান প্রত্যেকেরই উচিৎ নিরন্ন মানুষের পাশে এসো দাঁড়ানো। কোন কিছু প্রত্যাশার বিনিময়ে নয়, মানবিক কারণেই আমারা এটা করা পারি। তিনি আরো বলেন-প্রতিবেশী মুসলিম প্রতিবেশিদের ঈদ উপহার দিতে গিয়ে হিন্দু বৌদ্ধদেরও শাড়ি লুঙ্গি দিয়েছি তাতে আমার এবারের ঈদ উদযাপন অনেক গুণ বেড়ে গেছে।নরুল আবছার এর আগেও সাধ্যমতো হিন্দু, বৌদ্ধ ,মুসলিম সম্প্রদায়ের সবাইকে চাল ডাল দিয়ে সাহায্য করেছেন। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।