ভালবাসা দিবসে জন্ম হওয়াতে দিনটি শাকিলের জন্য একটু বেশিই স্পেশাল।
তাই বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা বেশ ঘটা করেই পালন করে দিনটি।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র বড় ভাই সাইদুর রহমান। তিনি বলেন আজকের এই দিনটা বিশেষ একটা দিন। এই দিনে শাকিল আহমেদ এর শুভ জন্মদিন।
তার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা রইল।যেন সে সব সময় আমাদের পাশে থাকতে পারে।
তার চলার পথে সুন্দর ভাবে পারি দিয়ে সামনে আসার জন্য ও দীর্ঘআয়ু কামনা করি।
এতে আরও উপস্থিত ছিলেন আরিফুল শাহ,সোহেল রাজ,অনিক হাসান, রকি,আকিক আহমেদ দিহান,আবুল হোসেন, শাহিন আলম,জাহিদ হাসান,সাদিকুল ইসলাম,সজীব আহমেদ সহ প্রমুখ।