ভোলার মনপুরা উপজেলায় যুবকের করোনায় আক্রান্ত হওয়ায় আত্মীস্বজনসহ আশপাশের ৯টি বাড়ীকে লক ডাউন করেন মনপুরা উপজেলা প্রশাসন।
শনিবার সকালে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া মেইন রাস্তাসহ আশে পাশের সকল লোকাল রাস্তাগুলো লক ডাউন করলেন মনপুরা উপজেলা প্রশাসন এবং পুলিশ দিয়ে প্রতিটি এলাকার সচেতনতামূলক মাইকিং করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন মনপুরা উপজেলা নির্বাহি অফিসার মো. বশির আহমেদ । মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,গত কয়েকদিন থেকে ছেলেটা জ্বর, সদি, কাশি উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তারপর আমরা তার নমুনা রেখে বাসায় হোম করোয়েন্টাইন এ রাখি । নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ হওয়াতে আমরা তাকে বর্তমানে আইসলিয়েশনে রেখেছি।