সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব নবী হযরত মোহাম্মদ(সঃ)কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ অশালীন ভাষা ব্যাবহার করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় মানিকগঞ্জের সিংগাইরে রনি সত্যার্থী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত রনি সত্যার্থী সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর গ্রামের বাসিন্দা।সে দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী।
রবিবার(৩মে) বেলা ১২ টার দিকে নিজ বাড়ি থেকে রনি সত্যার্থীকে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায, গত ২৪ এপ্রিল রনি সত্যার্থী তার ব্যাক্তিগত ফেসবুক আইডি roni sattyarthi থেকে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স) কে নিয়ে কটুক্তি ও আপমানজনক পোষ্ট ও মন্তব্য প্রকাশ করে।পরে তা মুসলিম জনতার নজরে এলে শুরু হয় পুরো নেট দুনিয়া তোলপাড়।
এ সময় সিংগাইরের বহু ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ করলে পরে থানা পুলিশ তাকে আটক করে।
সিংগাইর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সাত্তার মিয়া জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার আপরাধে অভিযুক্ত রনি সত্যার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক ব্যাক্তি বাদি হয়ে মামলা করেন বলেও জানান তিনি।