পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা। তিনি বলেন, ঈদ মানে খুশি -ঈদ মানে আনন্দ। ঈদে সকলে ভেদাভেদ ভুলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। ঈদে বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি ।
ঈদুল ফিতর উপলক্ষে আলী হোসেন মুক্তা বলেন, সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। দেশে গতবছর ঈদ ছিলো আনন্দ ও উৎসবমুখর।
এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। তাই প্রাদুর্ভাব কেটে যাক আগামী ঈদ হবে আরো খুশি ও আনন্দময় এটাই প্রত্যাশা। ঈদ সকলের জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা।