আজ সকাল ১২ঘটিকায় মাগুরা সদর উপজেলার ১ নং হাজিপুর ইউনিয়নে বিঞুপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘরপুড়ে ছাই।
একটি পরিবার সম্পন্ন নিঃস্ব ক্ষতিগ্রস্থরা হলেন।১।মোঃ ইকমাল হোসেন পিতাঃমৃত চাদ আলী মোল্যা ২। মিরাজুল ইসলাম পিতা ইকমাল মোল্লা ৩.মোঃ ওহিদুল ইসলাম পিতাঃ ওবাইদুল ইসলাম ৪।ইলাহি মোল্লা পিতা মৃতঃ আকবার মোল্লা ৫। মজনু মোল্লা পিতাঃ মৃতঃ আকবার মোল্লা উভয় এর একটি করে ঘর সহ ফসল আদি পুড়ে যায়।
ইকমাল হোসেন মোল্লার বসত বাড়ি সহ ৪ লক্ষ টাকার ফসল পুড়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট টানা ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।
Vary sad