মানিকগঞ্জের সাটুরিয়ায় শট সার্কিট থেকে মুদিদোকানের অগ্নিকান্ডের ঘটনায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্রা খালপাড় এলাকায় মুদি দোকান থেকে এই অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে।
মূহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় দোকানসহ পার্শ্ববতী একটি বসত ঘর ও একটি গরুর খামার।খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের তিনিটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্ঠার পর আগুন নিয়ন্তনে আনে। কিন্তু ততক্ষনে আগুনে পুড়ে যায় মুদি দোকানের মালামাল বসত ঘর ও একটি গরুর খামার। তবে বেচে যায় খামারে থাকা চারটি গরু।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর অফিসার জান্নাতুন নাঈম জানান,মূলত শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।আমাদের তিনটি ইউনিট ঘন্টা ব্যাপী কজের পর আগুন নিয়ন্তনে আনে।
তবে দোকানের মালামাল, বসত ঘর,এবং গরুর খামার আগুনে পুড়ে যায়।এতে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে জানান তিনি।
Great content! Super high-quality! Keep it up! 🙂