আজ মানিকগঞ্জে আরো ২ নারীর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জন।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত এক নারীর বাড়ি মানিকগঞ্জ পৌরসভায় ও অন্যজনের বাড়ি শিবালয় থানার নতুনপাড়া গ্রামে।
এঘটনায় আক্রান্ত নারীর বাবার বাড়ির পার্শবর্তী ৬টি বাড়ি এবং শহরের গোল্ডেন টাওয়ারের ১০ম তলা লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন জানান, পৌরএলাকার ওই নারী সর্দি-কাশিতে আক্রান্ত ছিল। গতকাল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। এদিকে শিবালয়ের ওই নারী স্বামীর সাথে ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন।
গত বৃহস্পতিবার তিনি স্বামীসহ বাবার বাড়িতে আসেন। জেলার বাইরে থেকে আসার কারণে ওই নারী ও তার স্বামী-সন্তানের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ মঙ্গলবার তাদের দুজনের করোনা ভাইরাস ধরা পড়ে।
এ দিকে মানিকগঞ্জে করোনা ঝুঁকি এড়াতে ২০- এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়েছে সেই সাথে লকডাউন যথাযথ কার্যকর করার জন্য জেলা ও সকল উপজেলা প্রশাসন আরো কঠোর দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।