মানিকগঞ্জ সদর উপজেলায় নতুন করে মোঃ শহিদ শিল্পি নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে মানিকগঞ্জ আক্রান্তে সংখ্যা দাড়ালো ৬ জন।
করোনায আক্রান্ত ওই ব্যাক্তি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের ৩ নংওয়ার্ডের ভাদুটিয়া গ্রামে শ্বশুরবাড়ি বসবাস করতেন।
শনিবার(১৮এপ্রিল) রাত ১২ টার দিকে সিভিল সার্জন ডঃ আনোয়ারুল আমিন আখন্দ বিষটি নিশ্চিত করেছেন।এর পর থেকে গ্রামটি লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মতর্তা ডঃ লুৎফর রহমান জানান,গত শনিবার ১১ এপ্রিল শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন ওই ব্যাক্তি।পরে বৃহস্পতিবার ১৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয় তাকে।এরপর ঢাকা থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরিক্ষা করালে তার শরিরে করোনা ভাইরাস ধরা পরে।পরে তাৎক্ষনিক বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগেকে জানানো হয়।এবং রাতেই গ্রামটি লকডাউন করে দেয় প্রশাসন।
এ বিষয়ে বেতিলা মিতরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন জানান,করোনা ভাইরাসে আক্রান্ত শহিদ শিল্পির স্থায়ী বাড়ি সদর উপজেলার গড়পাড়া গ্রামে।তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাদুটিয় গ্রামে শ্বশুরবাড়ি ঘর জামাই হিসাবে বসবাস করে আসছেন।
এর আগে সিংগাইর উপজেলায় তিন জন,হরিরামপুর উপজেরায় একজন,শিবালয়ে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।