মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন করোনা সনাক্ত হয়েছেন। মঙ্গলবার(১৯মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ আনুয়ারুল আমিন আখন্দ।
আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে ১ জন,সিংগাইরে ৩ জন,হরিরামপুরে ১ জন,এবং ঘিওরে ২ জন।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।
সিভিল সার্জন ডাঃ আনুয়ারুল আমিন আখন্দ জানান,গত ২৪ ঘন্টায় ৬০ টি নমুনা পরিক্ষার জন্য ঢাকা সাভারে প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিলো।এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ আসে।এ পর্যন্ত জেলায় মোট ১৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য পাঠানো হয়েছিলো।এ মধ্যে ১৪২৯টির নমুনা পরিক্ষার রিপোর্ট পাওয়া যায়।মোট আক্রান্ত ৫৬ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন।এবং অন্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
তিনি আরো জানান,আক্রান্তদের সকলের বাড়ি লকডাউন করা হয়েছে,এবং তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকা সাভারে প্রানীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে বলেও জানান তিনি।