মানিকগঞ্জে আবারো আরো ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এদের একজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ও অপর দুইজন মানিকগঞ্জ পৌরসভার বাজার টিনপট্টি এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
সোমবার দুপরে (২৭ এপ্রিল ২০২০) এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ।
কয়েকদিন আগে মানিকগঞ্জ পৌরসভার একই বাড়ি হতে গৃহবধূর দেহে করোনা সনাক্ত হলে ১৩ জনের নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআর এ পাঠানো হয় এবং বাবা-ছেলে ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এদিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা ঢাকায় পাঠানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি ঢাকার সাভারে।
তিনি গত ২৫ এপ্রিল শেষ অফিস করেন।এর আগে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো দুজন চিকিৎসকের দেহে করোনা সনাক্ত হয়েছে।মানিকগঞ্জ করোনা ঝুঁকি এড়াতে এখনো লকডাউন কার্যকর আছে।