মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কে বাস চাপায় মাসুদ রানা (২৫)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মাসুদ রান মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান গ্রামের সাইফুল ইসলামের ছেলে।তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের এর সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন।
শনিবার সকাল ১১ টার দিকে জেলার শিবালয় উপজেলার ফসলটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বরংগাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান,মাসুদ রানা পেশাগত দায়ীত্ব পালন করতে মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন।পেছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।