মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো না।
শুক্রবার(১ মে) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃআরশ্বাদ উল্লা।
ডাঃআরশ্বাদ উল্লা জানান,করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত বুধবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিন ব্যাক্তি।ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়।আজ তাদের রিপোর্টে করোনা ভাইরাস সনাক্ত হয় নি।
তিনি আরো জানান, মারা যাওয়া তিন ব্যাক্তি হলেন,ঘিওর উপজেলার আব্দুর মাজেদ(৫০)মানিকগঞ্জ সদর উপজেলার স্বপন কুমার মন্ডল(৬২)ও জরিনা বেগম(৫৫)এরা সকলেই শ্বাসকষ্টে ভুগছিলেন।এদের মৃত্যুর পর সকলের বাড়ি লকডাউনে রাখা হয় এবং তাদের সংস্পর্শে আশা আত্মীয় স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। রিপোর্ট পাওয়ার পর লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ২১ জনের করোনা ভাইরাস সনাক্ত হলেও কোন মৃত্যু নেই বলেও জানান তিনি।