মানিকগঞ্জে দুই জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন কর্ণেল মালেক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন এবং অন্যজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু হানিফ।
আজ সকালে কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান এবং মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুজনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
আক্রান্ত দুজন চিকিৎসক বর্তমানে ঢাকায় তাদের নিজ নিজ বাসায় আইসোলিউশনে আছে। জানা যায় তাদের দেহে করোনা ভাইরাসের তেমন কোন উপসর্গ দেখা দেয়নি।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু হানিফ কিছুটা অসুস্থ বোধ করলে ঢাকা মেডিকেলে করোনা টেস্ট করলে তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক আছে। অন্য দিকে অধ্যাপক ডাঃ মোতাহার হোসেনের করোনা টেস্টও ঢাকাতেই করানো হয়।
দুজনের টেস্ট ও সনাক্ত ঢাকাতেই নিশ্চিত হওয়াতে মানিকগঞ্জে তাদের কোন রিপোর্ট নেই বলে জানান মানিকগঞ্জ সিভিল সার্জন। তিনি আরো জানান, আক্রান্তদের সংস্পর্শে আশা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে। তালিকা পেলে সকলের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।