করোনা ভাইরাসের চিকিৎসা ও প্রতিষেধক পাওয়া যায় এমন প্রচারপত্র বিলি করার দায়ে মানিকগঞ্জ ঘিওরে এক হোমিও চিকিৎসকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৮ টার দিকে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জাবরা বাজারের প্রফেসর হোমিও হলের চিকিৎসক মোঃসুলতান উদ্দিনকে এই সাজা প্রদান করেণ। হোমিও চিকিৎসক সুলতান উদ্দিন ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেচারকান্দা সাইংজুড়ি এলাকার মোঃ মনোর উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান,আতঙ্কিত হওয়ার কারণ নাই।
হোমিও চিকিৎসা অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়া যায় ও চিকিৎসা দেওয়া হয়।এমন প্রচারপত্র বিভিন্ন এলাকায় সাটানো এবং বিলি করার দায়ে ওই হোমিও চিকিৎসকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি মিথ্যা বিজ্ঞাপনের দায়ে অপরাধ করেছেন। কারণ এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামনের কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি। অভিযান কালে ওই চিকিৎসকের চেম্বার থেকে অনেকগুলো লিফলেট ও করোনা ভাইরাস চিকিৎসার জন্য ঔষধ পাওয়া যায়।