মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে বাস চাপায় ফারুক হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার(২২ফেব্রয়ারী) সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন মানিকগঞ্জের গড়পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার (ওসি) লুৎফর রহমান জানান,শনিবার সকালের দিকে ফারুক রাস্তা পাড় হওয়ার সময় পদ্মা লাইনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।