রাজধানীর মিরপুরের রূপনগরের ’ত’ ব্লকের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভানোর জন্য কাজ করেছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
সকাল ৯টা ৩০ এ আগুনের সুত্রপাত, প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের কর্মীরা।
২ হাজার ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার মানুষ। কোন হতাহতের ঘটনা ঘটেনি
বস্তিতে থাকা অনেকেই খোলা আকাশের নিচে সরকারে সহযোগিতা প্রত্যাশা করছে।
ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জানিয়েছে, আগুন সুত্রপাত কিভাবে ঘটেছে তা এখন জানা যায়নি, এ বিষয় তদন্ত করার জন্য ৪ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১০ দিনের ভিতরে প্রতিবেদন দেওয়া হবে।