বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। অমর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রের পক্ষে প্রথমে মাল্যদান করেন মোরেলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পর্যায়ক্রমে মাল্যদান করেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মোরেলগঞ্জ। পৌরসভার মেয়র সহ সরকারি বিভিন্ন দপ্তর সমূহ।
এর পরেই মাল্যদান করেন মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকবৃন্দ ।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাল্যদান করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ এ, আর খান কলেজ মোরেলগঞ্জ, রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয় , এসি লাহা পাইলটউচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন বেসরকারি সংস্থা।