জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৭ই মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে মৌলভীবাজার পৌরসভায় মুজিববর্ষ মঞ্চে আলোচনা সভা ও গৃহহীনদের মাঝে গৃহের চাবি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন এবং গৃহহীনদের মাঝে গৃহের চাবি তুলে দেন অতিথিরা।