রাত ৮টার পর ওষুধের দোকান ছাড়া মৌলভীবাজারের অনান্য সকল দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ রোববার (২২ মার্চ) থেকে এটা বলবৎ হবে।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন এবিষয় নিশ্চিত করে বলেন, এমনিতেই শ্রম আইন অনুযায়ী রাত ৮টা পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা আছে, সেটাই আমরা বলবৎ করছি। করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় এটা আরো বেশি জরুরি।
জেলা প্রশাসক জানান, এ ব্যাপরে বিকাল ৪টায় শহরে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হবে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হবে।
জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া কেউ যেন দ্রব্যমূল্যের অধিকদাম না রাখেন, সেজন্য সচেতন করা হবে। দ্রব্যমূল্যের দাম যাতে কেউ না বাড়ায় সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন সজাগ রয়েছে। নিজেদের জন্যই বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন (স্বেচ্ছা ঘরবন্দী) মানতে বলেন জেলা প্রশাসক। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।